বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

সোশ্যাল মিডিয়া দুই বন্ধুর নিয়ে কথোপকথন




 জাফি :  হ্যালো জারিফ, তুমি কেমন আছ?

জারিফ :  আমি ভালো আছি এবং তুমি?

জাফি : আমিও ভাল আছি. আমি শুনলাম যে তুমি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছ।এটা কি সত্যি?

জারিফ : হ্যাঁ, এটা সত্যি। সম্প্রতি আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি।

জাফি : তুমি কি আমাকে বলবে কেন তুমি ফেসবুক একাউন্ট খুলেছ?

জারিফ : বর্তমান যুগ বিশ্বায়নের যুগ।ইন্টারনেট বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। তাই আমি মনে করি আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকা উচিত।

জাফি : এটা অবশ্যই ঠিক যদি তোমার লক্ষ্য ইতিবাচক ও ন্যায্য হয়।

জারিফ : অবশ্যই, আমার লক্ষ্য ইতিবাচক ও ন্যায্য।ফেসবুক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।

জাফি :  তোমার কথা ঠিক।কিন্তু অজানা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে তোমাকে সতর্ক থাকতে হবে।

জারিফ : কি!যদি আমি অজানা মানুষের সাথে সংযোগ স্থাপন করি তাতে সমস্যাটা কি?

জাফি : তুমি একটা ভাল প্রশ্ন করেছ।ফেসবুক বা এধরনের সোশ্যাল মিডিয়া যোগাযোগ এর ক্ষেত্রে সত্যিই বিপ্লব এনেছে।তুমি নতুন বন্ধু বানিয়ে তার দেশ,সংস্কৃতি,আচার,খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে পারছ। কিন্তু তুমি কিছু সাম্প্রতিক ঘটনা জেনে থাকবে যা বিশ্বের বিভিন্ন অংশে ঘটেছে।

জারিফ : হ্যাঁ, আমি জানি. বিশ্বের বিভিন্ন অংশে অরাজকতা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।আরব বসন্ত কিন্তু ফেসবুকের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে।

জাফি :  ঠিক বলেছ।সাইবার ক্রাইম,ব্লাকমেইলের মত ঘটনা ঘটছে ফেসবুকের মাধ্যমে। তাই খুব বেশী ফেসবুকে আসক্ত হবে না। তুমি যদি এটিতে বেশি আসক্ত হও তবে এটা তোমার পড়াশোনা ব্যাহত  করব্র এবং তোমার মানসিকতার পরিবর্তন ঘটবে।

জারিফ : হ্যাঁ, অবশ্যই! তোমার উদ্বেগ আমার মঙ্গলের জন্যেই.

জাফি :  তুমি একেবারে ঠিক।আমি আশা করি,তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হবে না।ধন্যবাদ।

জারিফ : স্বাগতম।আবার দেখা হবে।

শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

Wecome To Blog.

Hi Friends,
Welcome to my blog.
I am Saranit Roy from Bangladesh.

Are u jobless?But want to start your career as a freelancer?
Are you confused about what do you wanted to starting about?
If you think so,I am recommending you to start freelancing as a SEO.
This blog will help you to be a SEO expert.I will post tips about seo.
Just follow this blog.
I think,You will improve yourselves as a SEO expert.
Thanks
To All.
My Site:Sarani Roy